বিশ্বে মহামারি সৃষ্টি করা করোনাভাইরাসের দুর্বলতা খুঁজে পাওয়ার দাবি করেছেন মার্কিন গবেষকেরা। করোনাভাইরাসের বিশেষ একটি অংশ লক্ষ্য করে কোনো ওষুধ বা অন্য থেরাপি দিয়ে আক্রমণ করা যেতে পারে। ওই দুর্বল অংশটিকে তাঁরা বলছেন ‘অ্যাকিলিস হিল’। গ্রিক পুরাণের অন্যতম শ্রেষ্ঠ বীর অ্যাকিলিসের গোড়ালিতে বিশেষ দুর্বলতা ছিল
Bdjobs.com is one of the most trusted online source for job opprtunities. Apply for your desired job, get career advice and improve your skill through trainning
দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা গতকাল সোমবারের চেয়ে আজ মঙ্গলবার আরও বেড়েছে। বেড়েছে মৃত্যুর সংখ্যাও।
বিশ্বজুড়ে অর্ধশতাধিক ওষুধের কার্যকারিতা নিয়ে গবেষণা চলছে। চিকিৎসক ও বিজ্ঞানীরা প্লাজমা ও স্টেম সেল থেরাপির মতো চিকিৎসা পদ্ধতিতে নিদান খুঁজছেন। আর নিরাপদ ও কার্যকর টিকার খোঁজে এক শর মতো উদ্যোগ জারি আছে। লিখেছেন পার্থ শংকর সাহা